চালু হচ্ছে ইউনিক কর নম্বর: এক নিবন্ধনেই আয়কর–ভ্যাট

ব্যবসায়ীদের জন্য পৃথক করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) ও ব্যবসা শনাক্তকরণ নম্বর (বিআইএন) ব্যবস্থাকে একীভূত করে একক ইউনিক নম্বর চালুর উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দুই খাতে আলাদা নিবন্ধনের কারণে প্রকৃত করদাতার সংখ্যা নির্ধারণ কঠিন হয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নম্বর চালু হলে কর ফাঁকি রোধের পাশাপাশি রাজস্ব আদায়ও বাড়বে বলে আশা করছে […]